Connecting You with the Truth

পাকিস্তানে বোমা হামলায় পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীসহ নিহত ৮

pppp

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ও সাবেক সেনা কর্মকর্তা সুজা খানজাদার রাজনৈতিক কার্যালয়ে রোববার দুপুরে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা বিস্ফোরণে স্বরাষ্ট্রমন্ত্রীসহ আটজন নিহত হয়েছেন। বিস্ফোরণে কার্যালয়ের ভবনের ছাদ ধসে এর নিচে ২০-২৫ জন চাপা পড়েছে বলে জানিয়েছে পুলিশ।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী এই বিস্ফোরণ ঘটিয়েছে বলে কয়েকজন প্রত্যক্ষদর্শীর দাবি। তবে এর সত্যতা নিশ্চিত করা যায়নি।

ডন জানায়, পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা হাসপাতালে মারা যান। এর আগে খবরে বলা হয়, তিনি ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়েছিলেন।
সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, বোমা বিস্ফোরণে ধসে পড়া ভবনের মধ্যে এখনো ২০ থেকে ২৫ জন চাপা পড়ে আছে। কয়েকজনের মৃতদেহ টেনে বের করা হয়েছে।

পাঞ্জাবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সময় মন্ত্রী সুজা খানজাদা কার্যালয়েই ছিলেন। স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদার ছেলে সোহরাব খানজাদা জিয়ো নিউজকে বলেন, তাঁর বাবা ধ্বংসস্তুপের মধ্যে চাপা পড়েছিলেন।

বোমা হামলায় ধসে পড়া ভবনে উদ্ধার অভিযান শুরু হয়েছে। উদ্ধারকাজ গতিশীল করতে ঘটনাস্থলে একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে।পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয়ে হামলার নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় নিহতদের জন্য শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান একইভাবে ঘটনার নিন্দা জানিয়েছেন এবং রাষ্ট্রীয় ও প্রাদেশিক বিভিন্ন সংস্থাকে দ্রুত উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

গত ২০১৪ সালে অক্টোবরে সুজা খানজাদা পাঞ্জাব প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী হন। এর পর থেকে জঙ্গিবিরোধী বড় কয়েকটি অভিযানে তিনি সরাসরি যুক্ত ছিলেন। প্রদেশের আইনশৃঙ্খলা ও নাগরিকদের নিরাপত্তার তাঁর দায়িত্বের মধ্যে ছিল। এর আগে তিনি পাঞ্জাবের প্রাদেশিক মন্ত্রী ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা ছিলেন।

Comments
Loading...