Connecting You with the Truth

পীরগাছা চর পুর্ব ছাওলা বেসঃ প্রাঃ বিঃ বিনা মুল্যে সরকারি বই বিতরন

 

পীরগাছা (রংপুর) প্রাতনিধি
আজ রংপুরের পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের চর পুুুুর্ব ছাওলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন বছরের ২০১৫ সালের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে সরকারি বিনা মুল্যের নতুন বই বিতরন করা হয়েছে ।
বই বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ তোফাজল হোসেন, ,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ কারিমা বেগম,সহকারি শিক্ষক মোছাঃ আনজুমানারা বেগম, সহকারি মোছাঃ রুমি বেগম,প্রমুখ,এছাড়াও বই বিতরন অনুষ্ঠানে অন্নন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চর পুর্ব ছাওলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির দাতা সদস্য মোঃ হামিদুল ইসলাম,অভিভাবকবৃন্দ,ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ।

Comments
Loading...