Connecting You with the Truth

প্রথমবারের মত নারী বিশ্বকাপের ম্যাচে আসছেন নারী আম্পায়ার

bangla_pakistan_cricketস্পোর্টস ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল প্রথমবারের মত কোন বিশ্ব কাপ মানের ম্যাচে নারী আম্পায়ার নিয়োগ করছে। সামনের মাসে ভারতে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টি আসরে নারীদের ম্যাচে আম্পায়ারিং এর মাধ্যমে প্রথমবারের মত মাঠে নামছেন দুইজন নারী আম্পায়ার।
চেন্নাইতে ১৬ই মার্চে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নারীদের বিশ্ব টি২০ ম্যাচটিতে ভারতের অনিল চৌধুরির সঙ্গে আম্পায়ারিং করবেন নিউ জিল্যান্ডের ক্যাথলিন ক্রস।
এর দুদিন পর মোহালিতে নিউ জিল্যান্ড ও আয়ারল্যান্ডের নারীদের মধ্যে ম্যাচে আম্পায়ারিং করবেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। তার সঙ্গে থাকছেন ভারতের ভিনিত কুলকার্নি।
এর আগে ২০১৪ সালে মিস ক্রস মেয়েদের বিশ্বকাপ বাছাইপর্বে আইসিসির আম্পায়ার প্যানেলে প্রথমবারের মত যুক্ত হন। মার্চে শুরু হতে যাওয়া বিশ্ব টি-টোয়েন্টির ষষ্ঠ আসরে মোট ৩১জন আম্পায়ারের দলে থাকছেন এই দুইজন।

Comments
Loading...