জাতীয়
প্রথম দিনের অবরোধ- রাজধানীতে তিন গাড়িতে আগুন
স্টাফ রিপোর্টার:
বিএনপির লাগাতার অবরোধের প্রথম দিনে রাজধানীতে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। গত কাল বেলা ১টা ৫০ মিনিটের দিকে পুরান ঢাকার তাঁতীবাজারে সাভার পরিবহনের একটি বাসে প্রথমে আগুন দেওয়া হয়। এর মিনিট পনেরোর মাথায় মতিঝিলে রাজউক ভবনের সামনে বিআরটিসির একটি বাস ও একটি প্রাইভেটকারে আগুন দেয় দুর্বৃত্তরা।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নাজমা আক্তার বলেন, তাঁতীবাজারে বাসে আগুন দেওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। শামীম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সাভার-গুলিস্তান-সদরঘাট রুটের বাসটি তাঁতীবাজারে পৌঁছানোর পর ওই এলাকায় একটি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এর পরপরই বাসটির পিছনের দিকে আগুন জ্বলতে দেখা যায়। যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কেউ আহত হননি বলে বাসের চালক মাসুম জানিয়েছেন। তিনি বলেন, বাস নিয়ে গুলিস্তান আসার পর ১০ থেকে ১২ জন যাত্রী ছিলেন। গুলিস্তানে আর পাঁচ থেকে ছয় জন যুবক ওঠে। “তাঁতীবাজারে আসা মাত্র ওই যুবকরা বলে, এই বাস থামা।” থামালে ওই যুবকরা নেমে যাওয়ার পর বাসে আগুন জ্বলতে শুরু করে জানিয়ে তিনি বলেন, “যাত্রীবেশী ওই যুবকরাই আগুন দিয়েছে বলে আমার মনে হচ্ছে।” এরপর দুপুর ২টা ৫ মিনিটে মতিঝিলে রাজউক ভবনের সামনে বিআরটিসির একটি বাসে একটি আগুন দেওয়া হয় বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তা নাজনীন সুলতানা জানিয়েছেন। চার থেকে পাঁচ জন যুবক হঠাৎ গাড়ি দুটোতে আগুন দিয়ে পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানিয়েছেন। ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের বর্ষপূর্ততে পূর্ব ঘোষিত গণতন্ত্র হত্যা দিবসের কর্মসূচি পালনে ব্যর্থ হয়ে সোমবার বিকালে সারা দেশে লাগাতার অবরোধের ডাক দেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সকালে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীতে যান চলাচল বাড়তে থাকে।
Highlights
কর্মচারী ‘নয়ন সিন্ডিকেটের’ দাপটে তটস্থ রমেক হাসপাতাল
Highlights
শেরপুরে মিথ্যা মামলার প্রতিবাদে উপজেলা ভাইস চেয়ারম্যানের সংবাদ সম্মেলন
জাতীয়
নৌকায় ভোট দিয়ে উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান সাংসদ সেলিমা আহমাদের
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য7 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়7 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়8 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস