Connecting You with the Truth

প্রধানমন্ত্রীর চট্টগ্রাম আগমনে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের প্রস্তুতি সভা

রাজু আহামদে, চট্টগ্রাম:


বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চট্টগ্রাম আগমনে তাকে বরণ করে নিতে চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহন করা হয়েছে। প্রধানমন্ত্রীকে উষ্ণ অভিবাদন জানাতে যে সমস্ত কর্মসূচিগ্রহন করা হয়েছে তার মধ্যে রয়েছে আগামী ৩০ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় নগরীর ওয়ালী বেগ খাঁ মসজিদ চত্বরে জমায়েত, জমায়েতের পর ট্রাকযোগে গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নির্মিত বঙ্গবন্ধুর মুর‌্যাল’র উদ্বোধন অনুষ্ঠানে যোগদান। এ উপলক্ষ্যে বঙ্গবন্ধু স্মৃতি সংসদের সকল সকল সদস্যকে অনুষ্ঠানস্থলে যোগদানের জন্য ৩০ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টার মধ্যে নগরীর ওয়ালী বেগ খাঁ মসজিদ চত্বরে জমায়েত হওয়ার আহŸান জানানো হয়েছে। এ উপলক্ষ্যে গত বুধবার সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে সংগঠনের নগর সভাপতির পশ্চিম বাকলিয়াস্থ বাসভবনে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নগর সভাপতি মো. শহিদুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহজাহান সূফীর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মো.মুছা,সহ-সাধারণ সম্পাদক মো.ইসকান্দও ইসকু,সমাজকল্যান সম্পাদক সাব্বির আহমদ,দপ্তর সম্পাদক মো.মহসিন,হাছান মুরাদ,হাছান আরজু, এরশাদ হোসেন সাদী প্রমুখ।

Comments
Loading...