Connecting You with the Truth

প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করল পুলিশ

imgresসরকার বিরোধী আন্দোলনকারীদের হত্যায় জড়িত থাকার অভিযোগ এনে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের দেশটির করেছে পুলিশ। 

মঙ্গলবার রাতে এ মামলা দায়ের করা হয়। 

পাকিস্তান পুলিশের এক কর্মকর্তা জানান, পাকিস্তান আওয়ামী তেহরিক দলের নেতা তাহিরুল কাদরির পিটিশনের পর আদালতের আদেশ এ মামলা দায়ের করা হয়। 

গত ৩০ আগস্ট তেহরিক-ই-ইনসাফ দলের প্রধান ইমরান খান তার সমর্থকদের নওয়াজ শরীফের কার্য্যালয় ঘেরাওয়ের আহ্বান জানান। কর্মসূচিতে পুলিশের সঙ্গে সংঘর্ষে তার তিন সমর্থক নিহত হওয়ার পাশাপাশি আহত হন প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী।

এছাড়া গত জুন মাসে লাহোরে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় ১৪ জন কাদরি সমর্থক।  

এই দুই হত্যাকাণ্ডের ঘটনায় নওয়াজ শরীফকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়।

Comments
Loading...