Connecting You with the Truth

ফতুল্লায় যুবকের লাশ উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার পাগলা নামক এলাকায় মো. দালাল (২৫) নামের এক যুবকের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
নিহত যুবকের গ্রামের বাড়ি কসবা উপজেলার বি.বাড়ীয়া জেলায়। বর্তমানে সে পাগলা, দক্ষিণ নয়ামাটি এলাকার হালিম মল্লিকের বাড়িতে তার কথিত মায়ের সাথে ভাড়া থাকতো এবং লাশটি ঐ বাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোস্তফা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অনৈতিক সম্পর্কের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করতে পারে নি পুলিশ।
এদিকে নারায়ণগঞ্জের ভূইগড় এলাকায় মো. জামাল (৩৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩১ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। তার গ্রামের বাড়ি পালং উপজেলার শরীয়তপুর জেলায়।
এ ব্যাপারে ফতুল্লা মডেল থানার এসআই মো. সাইফুল ইসলাম বলেন, ভূইগড় এলাকায় চেকপোস্ট-এ দায়িত্ব পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জামালকে আটক করা হয়। সে অভিনব কায়দায় মোটরসাইকেলের সাইড কভারে উদ্ধারকৃত ফেনসিডিলগুলো কুমিল্লা থেকে ঢাকায় বিক্রি করার উদ্দেশ্যে বহন করে নিয়ে আসছিল।

Comments
Loading...