ফরিদপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ২০
ফরিদপুর থেকে খালেদুর রহমান ঃ ফরিদপুর জেলার পৌর সদরের হাজী শরিয়াতুল্লা বাজার থেকে রাজবাড়ি রাস্তার মোড় পর্যন্ত এলাকায় মঙ্গলবার সন্ধা থেকে রাত ৯ টা পর্যন্ত অন্তত ২০ জনকে কামড়িয়ে আহত করেছে এক পাগলা কুকুর। আহতরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
জানা যায় মঙ্গলবার সন্ধায় রাজবাড়ি রাস্তার মোড় থেকে একটি কুকুর রাস্তার লোকদের কামড়াতে থাকে। এভাবে কুকুরটি রাজবাড়ি রাস্তার মোড় থেকে হাজী শরিয়াতুল্লা বাজার পর্যন্ত আসে। এ সময় কুকুরটি অন্তত ২০ জন পথ চারিকে কামড়িয়েছে বলে জানা যায়। আহত পথচারিরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আহত পথচারিরা হলো বিমল সাহা , মোহাম্মদ আলী , মেবারক হোসেন , অমর দাস , সুজন মন্ডল , কবির হোসেন , মিলন ,বেলায়েত হোসেন , উজ্জ¦ল , মন্টু সহ আরো কয়েকজন।এ ব্যাপারে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ গেীতম কুমার জানান আহতদের ক্ষতস্থান পরিস্কার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।