ফাঁস হলো সালমানের বাবা হওয়ার খবর
বজরঙ্গি ভাইজানের সাফল্যের পর সালমান খানের পরবর্তী ছবি ‘সুলতান’ নিয়ে ব্যপক আগ্রহ সবার মাঝে। সালমানের তরফ থেকে কেবল ছবির নামটাই ঘোষণা করা হয়েছে। কাহিনী গল্প কিছুই এখনো প্রকাশ করা হয়নি।
অথচ এরই মধ্যে সুলতান ছবিতে সালমানের ‘বাবা’ হওয়া চরিত্রের খবর ফাঁস হয়ে গেল। এ নিয়ে একইসাথে অবাক ও হতাশ হয়েছে ছবির প্রযোজনা প্রতিষ্ঠান। জানা গেছে, কে বা কারা ভার্চুয়াললি প্রকাশ করে দিয়েছে ‘সুলতান’র মূল ক্লাইমেক্স! এখানে আবোরো বাবার চরিত্রে অভিনয় করছেন সালমান। ছবির ক্লাইম্যাক্সে ছেলের জন্য বক্সিং রিংয়ে নামবেন তিনি।
এরআগে প্রথমবার সালমান ‘জবি পেয়ার কিসি হোতা হ্যায়’ ছবিতে বাবার চরিত্রে অভিনয় করেন, পরবর্তীতে ‘বডিগার্ড’ ছবিতেও বাবা হিসেবে অভিনয় করেন সালমান খান।
প্রসঙ্গত, বর্তমানে সালমান খান ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। পাশাপাশি সময় পেলেই অংশ নিচ্ছেন নিজের প্রডাকশন হাউজের ছবি ‘হিরো’র প্রচারণা নিয়ে।
বাংলাদেশেরপত্র/এডি/আর