ফিরেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি
বিনোদন প্রতিবেদক:
অতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে আতœহত্যার চেষ্টা করে টানা তিনদিন চিকিৎসা নেয়ার পর মঙ্গলবার দুপুরে হাসপাতাল ছেড়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। তার ভাই জনি সাংবাদিকদের জানান ন্যান্সিকে তার ঢাকার মগবাজারের বাসায় নিয়ে যাওয়া হয়েছে। ল্যাবএইড হাসপাতালে হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ ফারহাদ উদ্দীনের তত্ত্বাবধানে ছিলেন ন্যান্সি। যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ন্যান্সি এখন পুরোপুরি সুস্থ আছেন। তাকে ভিটামিন জাতীয় ওষুধ দেয়া হয়েছে। তিনি মানসিকভাবেও সুস্থ। তাই তাকে আমরা রিলিজ করে দিয়েছি।’ উল্লেখ্য, ১৬ আগস্ট দুপুরে ঘুমের ওষুধ খেয়ে আÍহত্যার চেষ্টা করেছিলেন ন্যান্সি। শারীরিক অবস্থার অবনতি হতে থাকলে প্রথমে তাকে নেত্রকোণা সদর হাসপাতাল, এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ, সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ তারপর ১৭ আগস্ট রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়েছিল।