ফেসবুকের ভুয়া অ্যাকাউন্ট নিয়ে অভিযোগ করলে ব্যবস্থা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারে অভিযোগ থাকলে ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে যোগাযোগ করতে বললেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে এই মুহূর্তে প্রতি ১২ সেকেন্ডে নতুন করে একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। যদি অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো অভিযোগ থাকে, তাহলে দোষীকে চিহ্নিত করার জন্য সরকারের সাইবার সিকিউরিটি ফোর্স নামে একটি বিভাগ রয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এই তথ্য জানান।
সাংসদ নবী নেওয়াজের অভিযোগ করে জানান, ফেসবুকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু অজ্ঞাত ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে আরো বেশ কয়েকটি অ্যাকাউন্ট পরিচালনা করছেন। এ থেকে পরিত্রাণের কোনো উপায় আছে কি না?
জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘বিশ্বের বৃহৎ এ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন করে বিভিন্ন রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হচ্ছেন। তাদের উচিত হবে অন্য কাউকে দিয়ে পরিচালিত না করে নিজের অ্যাকাউন্ট নিজেই পরিচালনা করা। এর পরেও যদি অ্যাকাউন্ট নিয়ে কোনো অভিযোগ থাকে তাহলে দোষীকে চিহ্নিত করার জন্য সরকারের সাইবার সিকিউরিটি ফোর্স নামে একটি বিভাগ রয়েছে। তা ছাড়া ০১৭৬৬৬৭৮৮৮৮ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানালে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরো বলেন, ‘সরকার তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছেন। কেননা ইন্টারনেট হলো উন্নয়নের পাসওয়ার্ড। আগামী ৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী গণভবন থেকে ৪৮৭টি উপজেলায় একসঙ্গে ইন্টারনেট সপ্তাহ উদ্বোধন করবেন। এটি হবে বিশ্বের সবচেয়ে বড় ইন্টারনেট সপ্তাহ।’
বাংলাদেশেরপত্র/ এডি/আর