বগুড়ার সোনাতলা পৌরসভায় স্বতন্ত্র প্রার্থী নান্নু বিজয়ী
বগুড়া প্রতিনিধি: বগুড়ার সোনতলা পৌরসভা নির্বাচনে বেসরকারি ফলাফলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও পৌর নির্বাচনের রিটার্নি কর্মকর্তা মো. ইউনুচ আলী জানান, ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটের বেসরকারি ফলাফলে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম নান্নু (নারিকেল গাছ প্রতীক ) ৬ হাজার ৪৫৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম আওয়ামীলীগ মনোনীত শাহিদুল বারী খান রব্বানী (নৌকা প্রতীক) পেয়েছেন ৬ হাজার ৩৬৯ ভোট ।
এর ফলে নান্নু হলেন সোনাতলার প্রথম নির্বাচিত মেয়র। পৌরসভা ঘোষিত হবার দীর্ঘ ১৫ বছর পর রবিবার প্রথমবারের মতো বগুড়ার সোনাতলা পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়।