বরিশালে সাংসদের চেম্বারে পেট্রোল বোমা নিক্ষেপ
গৌরনদী প্রতিনিধি, বরিশাল:
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এবং জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুসের ব্যক্তিগত চেম্বারে বুধবার দিবাগত মধ্যরাতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে মূল্যবান কাগজপত্রসহ চেম্বারের আসবাবপত্র ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, নগরীর ফকিরবাড়ি রোডের সাংসদের ব্যক্তিগত চেম্বারে তার সহকারী আইনজীবীরা প্রতিদিনের ন্যায় কাজ সেরে রাত এগারোটার দিকে চেম্বার বন্ধ করে চলে যায়। রাত সাড়ে এগারোটার দিকে দুস্কৃতকারীরা চেম্বার লক্ষ্য করে পেট্রোল বোমা ছুঁড়ে মারে। স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে চেম্বারে থাকা মূল্যবান কাগজপত্রসহ আসবাবপত্র ভস্মীভূত হয়। খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন বিভাগীয় কমিশনার মো. গাউস, নগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) গোলাম রউফ খানসহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা।