Connecting You with the Truth

বাঁধা নেই সালমানের বিদেশ ভ্রমণ

বাঁধা নেই সালমানের বিদেশ ভ্রমণ
বাঁধা নেই সালমানের বিদেশ ভ্রমণ

সালমান খানের দাখিল করা পিটিশনের ওপর শুনানি শেষে যোধপুর আদালত তার রায় জানিয়েছেন। রায়ে আদালত বৈধভাবেই সালমান খানকে বিদেশ ভ্রমণের অনুমতি প্রদান করেছেন।

সুতরাং এ বিষয়ে নিশ্চিত হওয়া গেল, এখন থেকে আর বিদেশে গিয়ে কোনো ছবির শুটিংয়ে বাধা নেই বলিউড সুপারস্টার সালমান খানের। রেস ৩, ভারত, কিক ২, দাবাং ৩-এর মতো ছবিগুলোও এখন বহির্বিশ্বে চিত্রায়নও এবার নিশ্চিত হলো।

উল্লেখ্য, সোমবার থেকে আলী আব্বাস জাফরের পরিচালনায় হোম প্রডাকশন ম্যাগনাম ওপাস ‘ভারত’-এর কাজ শুরু করেছেন সালমান খান। এ ছবিতে তার বিপরীতে আছেন বলিউডের আন্তর্জাতিক তারকা প্রিয়াঙ্কা চোপড়া। ইউরোপের বিভিন্ন লোকেশনে ছবিটির চিত্রধারণ করা হবে।

Comments
Loading...