Connecting You with the Truth

বাংলাদেশ সফরে ইংল্যান্ডের অধিনায়ক বাটলার

batlar

চলতি মাসের ৩০ তারিখে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ইংল্যান্ড ক্রিকেট দলের। আর এই সফরে ইংল্যান্ড ওয়ানডে দলের নিয়মিত অধিনায়ক ইয়ান মরগান না আসার সিদ্ধান্ত নিয়েছেন। তাই বাংলাদেশ সফরে নতুন অধিনায়ক খুঁজতে হচ্ছে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে।

সেই হিসেবে বাংলাদেশ সফরে ইংল্যান্ড দলকে একদিনের আন্তর্জাতিক ম্যাচগুলোতে নেতৃত্ব দেয়ার গুরু দায়িত্ব বর্তাতে পারে সহ-অধিনায়ক জস বাটলারের কাঁধে। তবে ইয়ান মরগান যদি শেষ পর্যন্ত তার সিদ্ধান্ত বদলান তাহলে বাটলারের বাহুতে অধিনায়কের আর্মব্যান্ড উঠবে না।

তবে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড তার সিদ্ধান্ত পুনঃরায় ভেবে দেখার সময় দিয়েছে। রবিবার রাতের মধ্যেই মরগান তার চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এরপরই বাংলাদেশ সফরের জন্য স্কোয়াড ঘোষণা করবে বোর্ড।

ইংলিশ দলের সহ-অধিনায়ক বাটলার অবশ্য এর আগে একবার ইংল্যান্ড দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন। সেটা গেল বছর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে।

Comments
Loading...