বাউফল থেকে পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ গ্রেফতার ১
পটুয়াখালী প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলের গুসিংগা গ্রাম থেকে বিদেশি নাইন এমএম পিস্তল ও ২ রাউন্ড গুলিসহ শাহ মো. জাকিরুল হক লিটন নামে একজনকে গ্রেফতার করেছে র্যাব-৮। গত কাল বুধবার রাত ৩টায় পটুয়াখালী র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার আছাদুজ্জামান’র নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালী বাউফল উপজেলার গুসিংগা গ্রামের শাহ মো. জাকিরুল হক লিটন’র বসত ঘরে অভিযান চালিয়ে দুই রাউন্ড গুলি ভর্তি একটি বিদেশি নাইন এমএম পিস্তল উদ্ধার করা হয়েছে। এ সময় লিটন পালিয়ে যাবার চেষ্টা করলে র্যাবের সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এতে র্যাবের কোম্পানি কমান্ডার আহত হয়। পরে লিটনকে গ্রেফতার করে পটুয়াখালী ক্যাম্পে নিয়ে আসে র্যাব। এ ব্যাপারে বাউফল থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে।