Connecting You with the Truth

বানের জলে ভেসে গেল টাইগার-ক্যাঙ্গারু লড়াই, পয়েন্ট ভাগাভাগি

bangladesh upsetস্পোর্টস ডেস্ক:
শঙ্কা শেষ পর্যন্ত সত্যই হলো। অবিরাম বৃষ্টির কারণে অনুষ্ঠিত হলো না বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়া এই দুই দলের জন্যই গত কালের ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু অবশেষে ম্যাচটি মাঠ পর্যন্ত গড়ানোয় পয়েন্ট ভাগাভগির মাধ্যমেই সন্তুষ্ট থাকতে হলো দুই দলের।
গত কাল সকাল ৯ টা ৩০ মিনিটে শুরু হওয়ার কথা ছিল ম্যাচটি। কিন্তু সাইক্লোন মার্শিয়ার প্রভাবে তিন দিন আগে শুরু হওয়া প্রবল বর্ষণ অব্যাহত থাকায় যথাসময়ে ম্যাচটি অনুষ্ঠিত হতে পারেনি। পরে দীর্ঘ সময় অপেক্ষার পর অন্তত কাটছাঁট করেও খেলা মাঠে গড়ানোর সুযোগ না থাকায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করে কর্তৃপক্ষ। গত কাল দুপুর সাড়ে ১২টার পর আইসিসির নেওয়া এ সিদ্ধান্তের ফলে টাইগার ও ক্যাঙ্গারু বাহিনী এক পয়েন্ট করে অর্জন করেছে। প্রথম ম্যাচে আফগানিস্তানের সঙ্গে জয়ের মাধ্যমে তিন পয়েন্ট ও এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এক পয়েন্ট অর্জন করে মাশরাফি বিন মর্তুজা বাহিনী এখন পুল এ’র তৃতীয় স্থানে অবস্থান করছে। যদিও ম্যাচটি পরিত্যক্ত হলে অখুশি হবে বলেই জানিয়েছিলেন টাইগার অধিপতি নড়াইল এক্সপ্রেস। তিনি বলেছিলেন, ম্যাচ খেলেই পয়েন্টের ফয়সালা করতে চাই। সেই হিসেবে কেবল এক পয়েন্ট পাওয়ায় অখুশিই থাকতে হচ্ছে মাশরাফি শিবিরকে।

Comments
Loading...