বাপ্পারাজের ‘কার্তুজ’
বিনোদন ডেস্ক:
চিত্রনায়ক বাপ্পারাজ পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘কার্তুজ’ মুক্তি পাচ্ছে মার্চের শুরুতেই। ৬ মার্চ ঢাকাসহ সারাদেশে মুক্তি পাবে এটি। গত বছরের ৬ নভেম্বর বিনাকর্তনে ছাড়পত্র পায় ছবিটি। বাপ্পারাজ বলেন, ‘ভারতের চেন্নাইতে ছবিটির আবহসংগীতের কাজ হয়েছে। সব মিলিয়ে ভালো কিছুর প্রত্যাশা করছি।’ ‘কার্তুজ’-এ অভিনয় করেছেন নায়করাজ রাজ্জাক, নিপুণ, সম্রাট, সোহান খান, ফারজানা রিক্তা, শিমুল খান, সিরাজ হায়দার, শিরিন আলম প্রমুখ। ছবিটির গল্পের মূল ভাবনা বাপ্পারাজের। সংলাপ লিখেছেন ছটকু আহমেদ। এর একটি আইটেম গানে কণ্ঠ দিয়েছেন কণ্ঠশিল্পী মমতাজ। সুর ও সংগীতায়োজন করেছেন ইমন সাহা।