Connecting You with the Truth

বিশ্বকাপ ট্রফি স্পর্শ করাটা আদৌ সম্ভব নয় ইংলিশের

s-8
স্পোর্টস ডেস্ক:
ভারতের কাছে ঘরের মাটিতে ৩-০ তে ওয়ানডে সিরিজে পিছিয়ে পড়ার পরও আগামি বিশ্বকাপ পর্যন্ত ইংল্যান্ড দলের অধিনায়ক থাকতে চান এলিস্টার কুক। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ভারত মঙ্গলবার এজবাস্টনে অনুষ্ঠিত চতুর্থ ওয়ানডেতে ইংল্যান্ডকে ৯ উইকেটের বড় ব্যবধানে পরাজিত করে ৩-০ ব্যবধানে পাঁচ ম্যাচের সিরিজ নিশ্চিত করে। এ ম্যাচে পরাজয়ের ফলে নিজেদের শেষ ছয় ওয়ানডের মধ্যে পাঁচটিতেই পরাজিত হলো ইংলিশরা। এখন থেকে আগামী বছর অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় বিশ্বকাপের আগ পর্যন্ত ইংল্যান্ডের হাতে কেবল সীমিত ওভারেরই ম্যাচ রয়েছে। কিন্তু প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি স্পর্শ করাটা আদৌ তাদের দ্বারা সম্ভব নয় বলে অনেকেই মনে করছেন। সাবেক ইংল্যান্ড অফ স্পিনার গ্রায়েম সোয়ান সম্প্রতি ওয়ানডে ক্রিকেট ত্যাগ করে কুককে পুরোপুরি টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করতে আহবান জানিয়েছেন। মঙ্গলবারের ম্যাচে মাত্র ৯ রান করেন কুক। অর্থাৎ ৩৮ ইনিংসেই ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরিবঞ্চিত কুক। তবে চলতি মৌসুম শুরুর প্রথম দিকে ইংল্যান্ডের সাবেক প্রায় অর্ধ ডজন অধিনায়ক একই ভাবে তাকে টেস্ট নেতৃত্ব ছাড়ার দাবি জনিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ৩-১ ব্যবধানে সিরিজ জয় করে কুকের নেতৃত্বাধীন ইংলিশরা। বিশ্বকাপে ইংল্যান্ড দলের অধিনায়কত্ব করবেন কিনা প্রশ্নের জবাবে কুক বলেন, ‘আমাকে রাখা হলে, থাকব।’ তিনি বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমার কোনো ভাষ্য নেই। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপ শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই আমি গত সাড়ে তিন বছর দলের নেতৃত্ব দিয়ে আসছি।’ ভবিষ্যত পরিকল্পনা নিয়ে কুক বলেন, ‘আগামী ছয় মাসের মধ্যে আমরা বিশ্বকাপ পাচ্ছি এবং সেটার প্রতিই এখন আমাদের বেশি নজর।’


Leave A Reply

Your email address will not be published.