বিশ্বচ্যাম্পিয়ন নেইমারের অগ্রিম হুমকি ফুটবল বিশ্বকে
স্পোর্টস ডেস্ক:
ব্রাজিলের বর্তমান দল আগামীতে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে, এমনটি মনে করেন ব্রাজিলের তারকা স্ট্রাইকার নেইমার। ম্যাচ শেষে ফুটবল বিশ্বকে এভাবে অগ্রিম হুমকি দিয়ে রাখলেন তিনি। ব্রাজিল জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে কলম্বিয়ার বিপক্ষে মাঠে নেমে গোল করেন নেইমার। তার গোলেই জয় পায় দুঙ্গার শিষ্যরা। ৮৩ মিনিটে অসাধারণ একটি ফ্রি-কিক থেকে গোলটি করেন তিনি। ২২ বছর বয়সী বার্সেলোনার এ তারকা ব্রাজিলের নিয়মিত অধিনায়ক থিয়েগো সিলভার অনুপস্থিতে মিয়ামির সান লাইফ স্টেডিয়ামে কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে সেলেকাওদের নেতৃত্ব দেন। মঙ্গলবার তাদের পরবর্তী ম্যাচ হবে ইকুয়েডরের বিপক্ষে নিউ জার্সিতে। নেইমার ম্যাচ শেষে বলেন, ‘এটা ছিল আমার অনেক বড় দায়িত্ব। আর আমি অনেক খুশি দলের খেলোয়াড়দের, কোচের আর কোচিং স্টাফদের আÍবিশ্বাস দেখে।’ ব্রাজিলের হয়ে ৫৫ ম্যাচে ৩৬ গোল করা নেইমার আরো বলেন, ‘আমাদের রয়েছে এগারো জন খেলোয়াড় আর একজন কোচ। আমরা নিজেদের সেরা ছন্দে থাকতে চাই। কারণ আমরা একটি দল হিসেবে খেলব। আর একটি দল হিসেবে খেললে আমরা চ্যাম্পিয়ন হবই।’ শরিবারের এ ম্যাচে দর্শক হয়েছিল ৭৩,৪৭৯ জন। যা ফ্লোরিডার ইতিহাসে ফুটবল ম্যাচে সর্বোচ্চ দর্শক সংখ্যা।