Connect with us

খেলাধুলা

ইন্ডিয়ান সুপার লিগে মামুনুলের চুক্তি খেলবেন অ্যাতলেতিকো

Published

on


স্পোর্টস ডেস্ক:
ইন্ডিয়ান সুপার লিগের ফ্রাঞ্চাইজি অ্যাতলেতিকো ডি কলকাতার সঙ্গে বাংলাদেশ জাতীয় দল এবং লে. শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক মামুনুল ইসলাম আনুষ্ঠানিক চুক্তি সই করেছেন। জানা যায় মামুনুল তিন মাসের জন্য খেলতে যাচ্ছেন ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল)। সৌরভ গাক্সগুলির দল অ্যাতলেতিকো ডি কলকাতায় খেলবেন তিনি। শনিবার সকালে উত্তরা ক্লাবে এ চুক্তি সই হয়েছে। এ সময় মামুনুলের ক্লাব শেখ জামালের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের উপস্থিত ছিলেন। এর আগে মামুনুলের বর্তমান ক্লাব শেখ জামাল ধানমন্ডি তাকে খেলতে যাওয়ার বিষয়ে অনুমতি দিয়েছিল। তবে, তার পারিশ্রমিক কত হবে সে ব্যাপারে কিছু জানান নি লাল-সবুজদের অধিনায়ক। এশিয়ান গেমসের পরেই কলকাতায় যাবেন মামুনুল। গত মৌসুমে লা লিগা জয়ী অ্যাতলেতিকো ক্লাবের মালিকানার অংশই বেশি। কলকাতার এ দলটিতে আছেন মাদ্রিদের তারকা ফুটবলার লুইস গার্সিয়া। এ দলেরই সঙ্গী হচ্ছেন বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম। বলিউড আর ক্রিকেটের ভারতীয় তারকারা এ টুর্নামেন্টের দলগুলোতে থাকছেন মালিক ও আইকন হিসেবে। এ রকম আটটি দল নিয়েই আগামী ১২ অক্টোবর থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। তিন মাসের এই সুপার লিগ শেষ হওয়ার কথা আগামী ২২ ডিসেম্বর। সাবেক ভ্যালেন্সিয়া কোচ স্প্যানিস অ্যান্থোনিও লোপেজ কলকাতার দলের প্রধান কোচের দায়িত্বে থাকবেন। সহকারি হিসেবে থাকবেন ব্রাজিলিয়ান হোসে বারেতো। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মামুনুল অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, আসলাম, কায়সার হামিদ, মোনেম মুন্নাদের পরে অনেকদিন পার হয়ে গেছে। এবার আমি বাংলাদেশের বাইরে খেলতে যাচ্ছি। এটা সত্যিই সম্মানের। সেখানকার অভিজ্ঞতা আমার দেশের ফুটবল কর্তাব্যাক্তি এবং ফুটবলারদের সঙ্গেও শেয়ার করবো। তিনি বলেন, সেখানে ইউরোপিয়ান ও অন্যান্য দেশের ফুটবলারদের সঙ্গে ড্রেসিং রুম শেয়ারের মতো অভিজ্ঞতা হবে। প্রতিমুহূর্তে শিখতে পারবো আমি। টুর্নামেন্টে দলের মূল একাদশে খেলার সর্বোচ্চ চেষ্টা করবেন বলেও জানান মামুনুল। তিনি বলেন, শেখ জামালের মূল একাদশে খেলতে হলেও আমাকে ভাল পারফরমেন্স দেখাতে হবে। অ্যাতলেতিকো ডি কলকাতাতেও সেরা পারফর্ম দেখিয়েই মূল একাদশে জায়গা করে নিতে হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পূর্বে মিট দ্যা প্রেসে শেখ জামালের প্রেসিডেন্ট মঞ্জুর কাদের বলেন, এটা শুধু মামুনুলের কলকাতায় খেলা নয়। বরং দুই বাংলার সৌহার্দ্যপূর্ণ সর্ম্পকের একটি প্রতীক। তিনি বলেন, আগামী তিন মাসের জন্যে শেখ জামালের কাছ থেকে মামুনকে ধার নিয়েছে অ্যাতলেতিকো ডি কলকাতা। এ বিনিময়ের ক্ষেত্রে কোনো লাভ করেনি শেখ জামাল ক্লাব। এ ক্ষেত্রে দুই বাংলার ভ্রাতৃত্বকে গুরুত্ব দেয়া হয়েছে। আগামী ২২ ডিসেম্বর আবার শেখ জামালে ফিরে আসবে মামুন। শেখ জামালের সভাপতি বলেন, এ দেশের ফুটবলকে এগিয়ে নিতে চেষ্টা করছি আমার ক্লাবের পক্ষ থেকে। অদূর ভবিষ্যতে শেখ জামালের টার্গেট আইএফআই শিল্ড জেতা। অ্যাতলেতিকো ডি কলকাতার কার্যনির্বাহী সদস্য প্রদীপ জগতি আগারওয়াল বলেন, শেখ জামাল তাদের সেরা খেলোয়াড়কে দিয়েছে আমাদের দলে খেলার জন্যে। আমরাও এ ত্যাগের মান রাখতে চেষ্টা করবো। তিনি বলেন, আমরা শেষদিকে মামুনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমাদের বিদেশী খেলোয়াড়দের কোটায় মামুনুলকে নিতে পেরেছি, শেখ জামালের আন্তরিকতায়। সৌরভ গাক্সগুলির সবচেয়ে বড় গুণ তিনি হার মানেন না। বাংলাকে এগিয়ে নিতে সবসময় চেষ্টা করেন তিনি। আমাদের সঙ্গে রয়েছে অ্যাতলেতিকো ডি মাদ্রিদ এবং আমরা আর্ন্তজাতিক মানের ফুটবল উপহার দিতে চাই। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও খেলোয়াড় নেয়ার আশা প্রকাশ করেন তিনি। অ্যাতলেতিকো ডি কলকাতায় ১৪ জন ভারতীয় ফুটবলারের পাশাপাশি খেলছে ১২ জন বিদেশি ফুটবলার। এখানে রয়েছে স্পেন, ফ্রান্স, আলজেরিয়া, চেক রিপাবলিক, ন
াইজেরিয়ার ফুটবলাদের সঙ্গে বাংলাদেশের মামুনুল ইসলাম।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *