Connecting You with the Truth

বেনাপোলে ১২টি স্বর্ণের বারসহ আটক ১

বেনাপোল প্রতিনিধি:
বেনাপোলের দুর্গাপুর রোড থেকে মঙ্গলবার দুপুর ১২টার সময় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের ১২টি স্বর্ণের বারসহ তৈয়বুর রহমান নামে এক স্বর্ণ চোরাচালানিকে আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক তৈয়বুর বেনাপোল পোর্ট থানার ঘিবা গ্রামের আমির আলীর ছেলে। ২৬ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল বাজার থেকে একটি স্বর্ণের চালান নিয়ে এক চোরাকারবারি ঘিবা সীমান্তের দিকে যাচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে বেনাপোলের দুর্গাপুর রোড থেকে তৈয়বুরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১২ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১২ পিস স্বর্ণের বারের ওজন ২০০ ভরি ও ২ কেজি। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১ কোটি ২০ লাখ টাকা। আটক তৈয়বুরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Comments
Loading...