Connect with us

দেশজুড়ে

বিরামপুরে নার্সারি বিষয়ে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন

Published

on

বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় এবং বেসরকারি সংস্থা নর্দান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এনডিএফ) এর আয়োজনে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় ৭ দিনব্যাপী নার্সারি বিষয়ক অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: পারভেজ কবির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন। দিনাজপুর জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক, মো: মতিউর রহমান তালুকদারের সভাপতিত্বে এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জমিল উদ্দিন মণ্ডলের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: দেলোয়ার হোসেন মোল্লা, এনডিএফ এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রনজিৎ কুমার রায়। প্রধান অতিথি আলহাজ্ব মো: পারভেজ কবির তার বক্তব্যে বলেন, প্রশিক্ষণ নিয়ে নার্সারি গঠন করে দেশের অনেক বেকার যুবক এখন স্বাবলম্বী হিসেবে নিজেকে গড়ে তুলেছে। বেকারত্ব দূর করে আতœকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: জমিল উদ্দিন জানান, উপজেলার কয়েকটি গ্রামের যুবক-যুবতীরা এ প্রশিক্ষণ শেষে নার্সারি গঠন করে নিজেরা স্বাবলম্বী হবেন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় অসামান্য অবদান রাখবেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিগত দিনে হাঁস-মুরগি, গরু-ছাগল প্রশিক্ষণপ্রাপ্ত কয়েকজনকে সনদপত্র প্রদান করা হয়।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *