বেনাপোল বন্দরে আমদানিকৃত পন্য চুরি করে নেওয়ার সময় সাইকেল পার্টস উদ্ধার
বেনাপোল প্রতিনিধি : স্থল বন্দর বেনাপোল এর ২০নং শেডের সামনে থেকে বন্দরে ডিউটিরত আনসার সদস্যরা বৃহস্পতিবার দুপুরে আমদানিকৃত ১৬৬ পিস সাইকেল বেল বন্দর থেকে চুরি করে নিয়ে যাওয়ার সময় তারা উদ্ধার করেছে।
বেনাপোল বন্দরের আনসার কমান্ডার (পিসি) হাবিবুর রহমান জানান,তিনি এবং তার সাথে থাকা এপিসি আব্দুর রশীদ, তিজার উদ্দিন এবং আনসার সদস্য আলমগীর বিশ্বাস,মোস্তাক,এবং আলমগীর হোসেন টহলরত থাকা অবস্থায় বন্দরে কর্মরত শ্রমিকের পোশাকে ২ টি টোপলা নিয়ে ২ জন ২০ নং শেডের সংরক্ষিত এলাকা দিয়ে যাওয়ার সময় তাদের ধাওয়া করলে তারা টোপলা দুটি ফেলে পালিয়ে যায়।এ সময় সেখান থেকে ১৬৬ পিস সাইকেল বেল উদ্ধার করে আনসার ক্যাম্পে নিযে আসা হয়।
এ ব্যাপারে উর্দ্ধতন কর্মকর্তাদের অনুমতি সাপেক্ষে বেনাপোল পোর্ট থানায় মামলা করা হবে বলে তিনি জানান।বেনাপোল বন্দরের একটি সুত্র জানায় আমদানি পন্য ষ্টোর কিপারদের সহায়তায় কিছু অসাধু লেবাররা চুরি করে বাহিরে এনে ভাগবাটোয়ারা করে থাকে।
বাংলাদেশেরপত্র/ এডি/আর