Connect with us

ঝিনাইদহ

শৈলকুপায় গড়াই নদীতে চাউল বাহী নৌকা ডুবে ৪ জন নিখোঁজ

Published

on

মনিরুজ্জামান সুমন, ঝিনাইদহ : ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদীতে চাউল বাহী একটি ইঞ্জিন চালিত নৌকা ডুবে ৪ জন নিখোঁজ রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল সাড়ে চার download (1)টার দিকে গড়াই নদীর লাঙ্গলবাধ বাজার গরু হাট এলাকায়।

জানা যায়, লাঙ্গলবাধ বাজার থেকে ১৫২ বস্তা চাউল নিয়ে ইঞ্জিন চালিত একটি নৌকা পাংশা থানার বি-কয়ার উদ্দেশ্যে রওনা হয়। নৌকাটি লাঙ্গলবাধ বাজারের গরু হাটের কাছাকাছি পৌছলে স্রোতের কবলে পড়ে ডুবে যায়। এসময় নৌকায় থাকা ৪ চাউল ব্যবসায়ীর আর কোন সন্ধান পাওয়া যায়নি। বর্তমানে তারা নিখোঁজ রয়েছে। তাৎক্ষনিক ভাবে নিখোঁজ চাউল ব্যবসায়ীদের পরিচয় পাওয়া যায়নি। এ খবরে নদীর দুধারে শত শত লোকজন ভীড় জমিয়েছে। ডুবুরীরা অবিরাম চেষ্টা চালিয়েও চাউল বাহী নৌকা ও সাথে থাকা ব্যবসায়ীদের কোন সন্ধান এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এ ঘটনায় লাঙ্গলবাধ পুলিশ ক্যাম্পের আইসি মকলেছুর রহমান জানান, গড়াই নদীতে চাউল বাহী একটি নৌকা ডুবে গেছে। সাথে থাকা ৪ চাউল ব্যবসায়ী নিখোজ রয়েছে। তবে ঘটনাস্থল তার পুলিশ ক্যাম্পের পাশে হলেও শৈলকুপা থানার আওতাধীন নয় বলে তিনি দাবী করেন।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *