Connecting You with the Truth

বেরোবিতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বেরোবি প্রতিনিধি:
রংপুর বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ে বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করা হয়েছে।
গত কাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে উপাচার্য অপসারণের দাবিতে আন্দোলনরতরা নানান কর্মসূচিতে দিবসটি পালন করে। কর্মসূচিতে সকাল সাড়ে ১১ টায় জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপরে সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ’র ব্যানারে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা একটি বিশাল র‌্যালি বের করে। র‌্যালিটি রংপুর-কুড়িগ্রাম রোডস্থ পার্ক মোড় হয়ে বিশ^বিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেইটের আন্দোলন মঞ্চের বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এসময় সমন্বিত অধিকার বাস্তবায়ন পরিষদ, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ, বেগম রোকেয়া বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ তাদের স্ব স্ব ব্যানারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। শেষে বঙ্গবন্ধুর ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে এক আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন কর্মসূচির সমাপ্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. পরিমল চন্দ্র বর্মন, শিক্ষক আর এম হাফিজুর রহমান সেলিম, মো. ফেরদৌস রহমান, মো. রাফিউল আজম খান, সহকারী রেজিস্ট্রার আমিনুর রহমান প্রমুখ।

Comments
Loading...