Connecting You with the Truth

বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত ৮

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:

বড়াইগ্রামের মহেশপুরে মোটরসইকেল ও ভটভটির (স্যালো ম্যাশিন চালিত গাড়ি) মুখোমুখী সংঘর্ষে গত মঙ্গলবার রাত নয়টায় ৮ জন আহত হয়েছে। তাদের মধ্যে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন ছাত্রলীগ নেতা আরাম আলী (৩০), জহির উদ্দিন (৫০) ও শামীম। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। গুরুতর আহত তিনজন ছিল মোটরসাইকেল আরোহী। তারা কয়েন থেকে তাদের নিজ গ্রাম দ¦ারীখৈরে যাওয়ার পথে কয়েনÑজোনাইল সড়কের মহেশপুরে দুর্ঘটনায় পতিত হয়।

Comments
Loading...