বিনোদন
বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে প্রসূনের
বিনোদন ডেস্ক:
লাক্স তারকা প্রসূন আজাদ। ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার ২০১২’ প্রতিযোগিতার প্রথম রানারআপ হন তিনি। অল্প সময়ের মধ্যে বেশ কিছু নাটকেও অভিনয় করেছেন। এবার এই নবাগত লাক্স তারকা বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে। খ্যাতনামা পরিচালক কাজী হায়াতের সর্বনাশা ইয়াবা সিনেমার মাধ্যমে দর্শক দেখতে পাবেন প্রসূনকে। আর ছবিটিতে তিনি জুটি বেধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক কাজী মারুফের বিপরীতে। ‘সর্বনাশা ইয়াবা’ ছবিটির মাধ্যমে সামাজিক অবক্ষয় কীভাবে হচ্ছে তা তুলে ধরা হয়েছে। আমাদের সমাজে ইয়াবার যে প্রভাব পড়েছে। তরুন প্রজন্ম কিভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এই বিষয় গুলোই মানুষের কাছে তুলে ধরতে চেয়েছেন সমাজ সচেতন পরিচালক কাজী হায়াৎ। চলচ্চিত্রে অভিষেক অনুভূতি জানাতে গিয়ে প্রসূন জানালেন, বেশ কিছু সিনেমায় কাজ করেছি। তবে আমি সত্যি অনেক খুশি যে কাজী হায়াৎ স্যারের মতো একজন পরিচালকের সাথে কাজ করার সুযোগ পেয়েছি। এছাড়াও ‘সর্বনাশা ইয়াবা’ একটি দেশপ্রেম ও ইয়াবার বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে তুলে ধরা হয়েছে। ক্যারিয়ারের প্রথম এমন একটি ছবি মুক্তি পাচ্ছে ভেবে খুব ভালো লাগছে। ছবিটি প্রসঙ্গে কাজী মারুফ বলেন, সামাজিক অবক্ষয় রোধে সর্বনাশা ইয়াবা বিশেষ ভুমিকা রাখবে। সবাই হলে গিয়ে ছবিটি দেখবেন। ‘সর্বনাশা ইয়াবা’ ছবিতে আরও অভিনয় করেছেন শাহলা ইসলাম তমা, গুলশান আরা, মেহমুদ সহ অনেকেই। ঢাকা, কক্সবাজার, মহেশখালীসহ বিভিন্ন লোকেশনে এর চিত্রায়ন করা হয়েছে। ছবিটিতে মোট পাঁচটি গান রয়েছে। সংগীত পরিচালনা করেছেন আহমেদ সাগির এবং আহমেদ রাজীব। ছবিটি প্রযোজনা করছে কাজী হায়াৎ ফিল্মস। সবকিছু ঠিক থাকলে আগামী ৫ সেপ্টেম্বর দর্শক হলে সিনেমাটি দেখতে পাবেন।
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে9 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস