ভাঙ্গায় এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
ভাঙ্গা ( ফরিদপুর) প্রতিনিধি ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় সোমবার বিকালে ব্লাস্ট ফরিদপুর ইউনিটের আয়োজনে উপজেলা হররুমে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। চৌকি আদালতে সরকারী আইনগত সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা ও করনীয় শীর্ষক আলোচনা সভায় আলোচনার মুল বিষয় ছিল কিভাবে গরীব ও নির্যাতিত মানুষকে আইনি সাহায্য দেওয়া যায়। উক্ত বিষয়ের উপর মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন এ্যাড. ইকরাম আলী সিকদার, মোঃ ফরিদুল ইসলাম, এ্যাড. জহুরুল ইসলাম মিঠুন, হারুন চেয়ারম্যান, চেয়ারম্যান এম এ রশিদ নান্নু, সাংবাদিক মান্নান, মোঃ হায়দার হোসেন (প্রধান শিক্ষক) ,উপজেলা চেয়ারম্যান মোঃ সাহাদাত হোসেন প্রমুখ। সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জজ ফরিদপুর মো ঃ তৈয়বুর রহমান, এছাড়াও উপস্থিত ছিলেন আসিফ আলী আকরাম –জজ নগরকান্দা আদালত। আইন গত সাহায্যের জন্য এ সময় একটি উপকমিটি গঠন করা হয়। অনুষ্ঠানটি সার্বিক সাফল্য মন্ডিত করতে কাজ করেন ব্লাস্টের ভাঙ্গা অফিসের কর্মকর্তা।