ভাঙ্গায় নব বধুর আত্মহত্যা
ভাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধি, রবিউল ইসলাম ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের আট্রাভাষ্রা গ্রামে মঙ্গলবার ভোর রাতে এক নববধু গলায় ফাস দিয়ে আত্মহত্যা করেছে।এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
এলাকাবাসী জানায় ,কয়েকমাস আগে আট্রাভাষ্রা গ্রামের মোঃ হালেম ফকিরের ছেলে সাইদুর ফকির মোবাইলে প্রেম করে বিয়ে করে রাজশাহীর মেয়ে আমেনা খাতুন (২২) কে। সাইদুরের বয়স আমেনার চেয়ে কম ,এছাড়াও সে ওয়েলকামের সাথে জড়িত। বিয়ের পর থেকেই সাইদুরও আমেনার মধ্যে সম্পর্ক ভাল ছিল না।সোমবার তাদের দুজনের মধ্যে ঝগড়া হয়। মঙ্গলবার ভোররাতে আমেনা গলায় ফাস দিয়ে অত্মহত্যা করে। সকালে ব্যাপারটি জানাজানি হলে পুলিশ এসে সাইদুরের ঘরের মেঝে থেকে আমেনার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে ভাঙ্গা থানা পুলিশের এস আই নাসির জানান আমরা সংবাদ পেয়ে লাশ উদ্ধারে গিয়ে দেখি ঐ বাড়ীতে ঘরের মেঝেতে আমেনার নিথর দেহ পড়ে আছে বাড়ীতে কোন লোক জন নেই। তাহার গলায় ফাঁসের একটি দাগ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপ মূত্যু মামলা হয়েছে।