ভাঙ্গায় মোটর সাইকেল চোর আটক
ভাঙ্গা(ফরিদপুর )প্রতিনিধি, মাসুম আল ইসলাম ঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার থানা রোড থেকে বুধবার দুপর ১২টার দিকে একজন মোটর সাইকেল চোরকে আটক করেছে ভাঙ্গা থানা পুলিশ।এ ব্যাপারে থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
জানা যায় ভাঙ্গা বাজারের থানা রোডের তুলি হাসপাতালের সামনে থেকে বুধবার দুপুরে মোটর সাইকেল চুরি করার সময় হাতে নাতে মোটর সাইকেলের মালিক চোরকে ধরে ফেলে ।এসময় বাজারের লোকজন জড় হলে চোরকে গন ধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে । আটককৃত চোরের নাম ওবাদুল মোল্লা।সে গুনবহা কামার গ্রামের আফসার মোল্লার ছেলে। এ ব্যাপারে ভাঙ্গা থানার পুলিশের এস আই আশিক জানান ভাঙ্গায় মাঝে মাঝেই মোটর সাইকেল চুরি হয়। এদের সাথে বড় ধরনের একটা চক্র জড়িত আছে এ ব্যাপারে থানায় একটি চুরির মমলার প্রস্ততি চলছে।