ভৈরবে ইয়াবা ২ জন গ্রেফতার
ভৈরব, কিশোরগঞ্জ:
গত শনিবার বিকাল ৫টায় ভৈরব থানার এসআই হুমায়ূন তার ফোর্স নিয়ে একাধিক মাদক মামলার আসামি ভৈরবের ইয়াবা সম্রাট মো. তোফাজ্জল হোসেনকে (৩৪) গ্রেফতার করে। অন্যদিকে একই দিনে রাত ৯টার দিকে ভৈরব থানার এসআই আলতাফ হোসেন ও এসআই আব্দুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে পৌর শহরের আমলাপাড়ার বাসা থেকে জুয়েল মিয়া (২১) কে গ্রেফতার করে। জুয়েলের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।