Connecting You with the Truth

মন যে কথা বলে -ফারুক ইকবাল

মন যে কত কথা বলে
বলতে চায় যা তার সবই কি
বলা যায়!
বলা চলে কি তা জনসমুদ্দুরে ?

দূর আকাশে পূর্ণিমার চাঁদ দেখি,
তারা রাজি দেখে মন আকুলিবিকুলি
করে, আহা !
জ্যোছনায় ঝিকিমিকি জাগে জোনাক পোকা।
পুকুর পাড়ে লজ্জাবতী লতা, ছুঁয়ে পেলাম না!

বৃষ্টিতে, বর্ষায় ভরা বিলে দেখ তো
কী সুন্দর শালুক ফুল ফুটে
দেখেছ কখনো ?

ডুব দিলে পাবে কি তারে
সেই শালুক, যারে খুঁজে
ফিরেছিলে এতোকাল !

শালুক কোন মুক্তো নয় গো!
তারচে’ বহুদামী কালো মানিক
পেলে তারে বুকে ধরে যত্নে রাখিও ।

কী সুন্দর শালুক ফুল ফুটে
বিলে ঝিলে ।শহর নগরেও কি নেই ?
আমি দেখি, মায়া হয় ।

তুমি কি এভাবে দেখেছ কখনো ?

Comments
Loading...