Connecting You with the Truth

মাগুরায় ছাত্রলীগের দুইগ্রুপের সংঘর্ষে আহত ৪

বাংলাদেশ_ছাত্রলীগের_লোগো.svgমাগুরা প্রতিনিধি:
মাগুরা জেলা ছাত্রলীগের দুইগ্র“পের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল দুপুরে মাগুরা সরকারি কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের মধ্যে এ ঘটনা ঘটে। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান তারেক জানান, পূর্ব বিরোধের জের ধরে দুপুরে কলেজ ক্যাম্পাসে ছাত্রদলের একটি গ্র“পের সহায়তায় সভাপতি রেজাউলের পক্ষের কর্মী আশরাফুল সাধারণ সম্পাদক মেহেদী হাসান জুয়েলপন্থী ছাত্রলীগ নেতা জনিকে কুপিয়ে মারাÍক জখম করে। এ সময় তাকে রক্ষা করতে এসে নাজমুল, সাকিব ও ইমন নামে তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় জনিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বড় ধরনের সংঘর্ষের আশঙ্কায় কলেজসহ শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়ে। এ ব্যাপারে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘটনার পরপরই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।

Comments
Loading...