Connect with us

আন্তর্জাতিক

পশ্চিম আফ্রিকার দেশ লেসেথোয় সেনাবাহিনী ক্যু

Published

on

20147314401923734_20পশ্চিম আফ্রিকার দেশ লেসেথোয় সেনাবাহিনী ক্যু’র উদ্দেশ্যে দেশটির পুলিশ সদরদপ্তর দখলে নিয়েছে। 

শনিবার লেসেথোর ক্রীড়ামন্ত্রী থেসেলে মেসেরিবেইন আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছে, সেনাবাহিনী দেশটির সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা ‘সরকারী ভবন’ ঘিরে রেখেছে। এছাড়া রাজধানী মাসেরুতে বন্দুক যুদ্ধ হয়েছে এবং সেখানে বর্তমানে রেডিও ও টেলিফোন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। 

ভৌগোলিকভাবে লেসেথো এমন এক স্থানে অবস্থিত যেখানে দেশটির চারপাশে দক্ষিণ আফ্রিকার অবস্থান। 

২০১২ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয় লাভ করার পর থমাস আবানে লেসেথোর জোট সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আসছেন।  কিন্তু কোয়ালিশন সরকারের অভ্যন্তরীণ কোন্দলের কারণে তিনি গত জুনে দেশটির পার্লামেন্ট স্থগিত করেছেন। 

১৯৬৬ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর লেসেথোয় বেশ কয়েকবার সামরিক ক্যু সংঘটিত হয়েছে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *