দেশজুড়ে
মাগুরায় পৃথক ঘটনায় ২ জনের মৃত্যু
মাগুরা প্রতিনিধি:
মাগুরা সদরের শত্রুজিৎপুর বাজারে পাট কেনা বেচা নিয়ে ফারুক হোসেন (৫৫) নামে এক ব্যবসায়ী নিহত হওয়ার অভিযোগ উঠেছে। নিহত ফারুকের বাড়ি মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম। তিনি শত্রুজিৎপুর বাজারের রড, সিমেন্ট বিক্রেতা ও ফারুক এন্টারপ্রাইজের মালিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকালে শত্রুজিৎপুর হাটের সময় ফারুকের দোকানের সামনে তার চাচাত ভাই ইমদাদুলের সাথে পাট কেনার জন্য পাট বিক্রেতার সঙ্গে দামাদামি করছিলেন নিহত ফারুকের চাচাতো ভাই ইমদাদুল। ওই একই পাট কেনার জন্য ওখানে উপস্থিত হয় হাবিবুর রহমান (৪০) নামের আরেক ব্যবসায়ী। তার বাড়ি শত্রুজিৎপুর মোল্যা পাড়ায়। তিনিও শত্রুজিৎপুর বাজারে ব্যবসা করেন।
পাট কেনাকাটা নিয়ে ইমদাদুল ও হাবিবুর রহমানের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এসময় ফারুক ঠেকাতে এগিয়ে এলে তাকেও ধাক্কা দেয় ও গায়ে হাত তোলে হাবিবুর। এর একপর্যায়ে ফারুক অসুস্থ হয়ে পড়লে পাশেই ডাক্তারের কাছে নেওয়ার আগেই তিনি মারা যান বলে অভিযোগ উঠেছে। তবে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক রয়েছে।
এ বিষয়ে শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই গৌতম ঠাকুর বলেন লাশ ময়নাতন্তে শেষে তাদের পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে মাগুরা সদর থানায় একটি মামলা হয়েছে আমরা আসিফ(২০) পিতা হাবিবুরকে গ্রেফতার করেছি।
এদিকে মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউপির গোয়ালবাথান গ্রামের মোঃ জহুর মোল্লার ছেলে মোঃ ইমরান হোসেন(২৭)নামের এক মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে, অনুমান রাত ১.৩০ টায় মোবাইল চার্জে লাগাতে গিয়ে মাল্টিপ্লাগের সাথে হাত লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এর পর তাকে মাগুরা মেডিকেল কলেজ হাঁসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করে। ইমরান ছোট জোকা আলিম মাদরাসার ছাত্র।
জানাগেছে সে ফ্রী ফায়ার ও পাবজি গেম খেলায় আসক্ত ছিল। ধারণা করা হচ্ছে মোবাইল চার্জে দিয়ে গেম খেলায় এমন দূর্ঘটনা ঘটতে পারে।
Highlights
লালমনিরহাটে টাখনুর নিচে প্যান্ট ঝুলে থাকায় বর্বরোচিত হামলা, আহত ৭
দেশজুড়ে
বৃহৎ চরাঞ্চলে জাপা সেক্রেটারির একক প্রার্থীতা ঘোষণা
দেশজুড়ে
শেরপুর জেলা আওয়ামী লীগের বিক্ষোভ-সমাবেশ
-
আন্তর্জাতিক8 years ago
গ্রিস প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণা
-
আন্তর্জাতিক8 years ago
যুক্তরাষ্ট্রে দুটি বিমানের সংঘর্ষে ৪ জনের মৃত্যু
-
স্বাস্থ্য8 years ago
গলা ব্যথার কারণ ও চিকিৎসা
-
দেশজুড়ে8 years ago
আজ চন্দ্র গ্রহন সন্ধা ৬টা ১২ মিনিট থেকে রাত ৮ টা ৫৯ মিনিট পর্যন্ত
-
বিবিধ9 years ago
আর অটো রিক্সা নয় এবার অবিশ্বাস্য কম দামের গাড়ি!
-
জাতীয়8 years ago
আন্তর্জাতিক নারী দিবস আজ
-
জাতীয়9 years ago
স্বাধীনতা যুদ্ধের পটভূমি ও মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা
-
ফিচার8 years ago
বাংলাদেশের ৬৪ জেলার নামকরণের ইতিহাস