Connecting You with the Truth

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর -স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ভ্রাম্যমাণ প্রতিনিধি, মানিকগঞ্জ:
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মানিকগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কর্তৃক আয়োজিত পরিচালনা পর্ষদের পরিচিতি ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন এমপি। প্রতিমন্ত্রী আরো বলেন, বর্তমানে দেশে বিদ্যুতের কোন ঘাটতি নেই। ২০১৯ সালের মধ্যে প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। তিনি বলেন, বিগত সরকারের আমলে যে বিদ্যুৎ ছিল বর্তমান সরকার তা বাড়িয়ে ১২ হাজার মেগাওয়াটে উন্নিত করেছেন। গত কাল শনিবার বেলা ১১টায় স্থানীয় ডায়মন্ড কনভেশন সেন্টারে চেম্বার অব কমার্সের সভাপতি সুদেব কুমার সাহার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাইমুর রহমান দুর্জয়, জেলা প্রশাসক রাশিদা ফেরদৌস, পুলিশ সুপার বিধান ত্রিপুরা, জেলা পরিষদের প্রশাসক এ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিপি, মানিকগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ-সভাপতি আবুবকর সিদ্দিক খান তুষার প্রমুখ।

Comments
Loading...