মার্কিন হামলায় আইএসের ‘সেকন্ড-ইন-কমান্ড নিহত’
আন্তর্জাতিক ডেস্ক : ইরাক ও সিরিয়ার ইসলামিক স্টেটের সেকন্ড-ইন-কমান্ড যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে হোয়াইট হাউজ। ফাদহিল আহমদ আল-হায়ালি ওরফে হাজি মুতাজ ইরাকের মসুলে একটি যানবাহনে ভ্রমণের সময় গত ১৮ আগস্ট মার্কিন বিমান হামলায় মারা যান বলে এক বিবৃতিতে দাবি করেছেন হোয়াইট হাউজের মুখপাত্র নেড প্রাইস।
হামলায় তার সাথে থাকা আইএসের গণমাধ্যম বিষয়ক প্রধান আবু আবদুল্লাহও মারা যান বলে বিবৃতিতে বলা হয়।
বিবৃতিতে বলা হয়, আইএসের অর্থ, গণমাধ্যম, অভিযান এবং রণসামগ্রীর ওপর তার (মুতাজের) প্রভাব ছিল। ফলে তার মৃত্যুতে সংগঠনটির ওপর বিরূপ প্রভাব পড়বে। গত ডিসেম্বরেও তার মৃত্যুর খবর প্রকাশিত হয়েছিল। সূত্র: আলজাজিরা, বিবিসি
বাংলাদেশেরপত্র/এডি/আর