Connecting You with the Truth

মিঠাপুকুরে জামায়াত নেতা গ্রেফতার

images

মিঠাপুকুর প্রতিনিধি:
রংপুরের মিঠাপুকুর উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক ও জামায়াতের এমপি প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান শাহ হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে কলজে যাওয়ার সময় উপজেলার গড়ের মাথা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার নামে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ রবিউল হোসেন জানান, মিঠাপুকুরে বিভিন্ন সংঘর্ষ, নাশকতার অভিযোগে সুনির্দিষ্ট মামলার প্রেক্ষিতে তাকে শনিবার দুপুরে গড়ের মাথা এলাকা থেকে গ্রেফতার করা হয়ছে। থানা হাজতে নিয়ে এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

Leave A Reply

Your email address will not be published.