Connect with us

দিনাজপুর

দিনাজপুরে ট্রাকে আগুনঃ দুই চালকসহ আহত ৪

Published

on

downloadদিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে ৫ টি ট্রাক এবং একটি ট্যাংকলরিতে আগুন দিয়েছে অবরোধকারিরা। এসময় আগুনে ঝলছে যেয়ে গুরুতর আহত হয়েছে ট্রাক চালকের একজন সহকারির(হেলপার) শরীর। এছাড়াও আহত হয়েছে আরো একজন সহকারিসহ দুইজন চালক(ড্রাইভার) । আহতদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জড়িতদের কাউকে আটক করতে পারেনি পুলিশ। জানা গেছে, শুক্রবার রাত ১২টার দিকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আলু নিয়ে একটি ট্রাক খুলনা যাওয়ার পথে দিনাজপুর- পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জের গড়েয়া এলাকায় ট্রাকটিতে হামলা চালায় ২০ থেকে ৩০ জনের একদল পিকেটার। চলন্ত ট্রাক লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এবং ককটেল ছুড়ে তারা। এর আগে একই স্থানে গাছ কেটে রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে অবরোধকারিরা। গতি থেমে আসায় ট্রাকটিকে প্রেট্রোল ছিটিয়ে আগুন দেয় অবরোধ সমর্থকরা। এসময় আগুনে ঝলসে গেছে সহকারি(হেলপার) আবুল কালামের শরীর। হামলার সময় ইটের আঘাতে আহত হয়েছে ট্রাক চালক আলামিন। উভয়কে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই স্থানে অবরোধকারিরদের ধাওয়ার মুখে পালানোর চেষ্টার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে একটি মিনি ট্রাক এবং আহত হয় চালক ও হেলপার। এতে আহত চালককে বীরগঞ্জ স্বাস্থ্য কেন্দ্রে এবং সহকারিকে(হেলপার) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাত ১২টার দিকে দিনাজপুর রংপুর মহাসড়কের ভূষিরবন্দর এলাকায় ৩টি ট্রাক এবং একটি ট্যাংকলরিতে আগুন দেয় অবরোধকারিরা ।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *