জাতীয়

মির্জাপুরে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ২

Published

on

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আফিমতলা এলাকায় যাত্রীবাহী একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। গতকাল সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জামালপুরের সরিষাবাড়ি উপজেলার বাওশি গ্রামের আব্দুল মোতালেবের ছেলে আব্দুল মালেক (৩০) ও শেরপুরের মো. লুৎফর রহমান। এরা দু’জনেই পিকআপ ভ্যানে ছিলেন। স্থানীয়রা জানান, সকালে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের ওই স্থানে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী অভি পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী মাছ বোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপের দুইজনের মৃত্যু হয়। গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version