মুক্ত বলাকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৯ আগস্ট গাজীপুর থেকে প্রকাশিত দৈনিক মুক্ত বলাকা পত্রিকার ১ম পৃষ্ঠায় ও সাপ্তাহিক অপরাধ ৮-১৫ আগস্ট শেষ পৃষ্ঠায় কাপাসিয়ার আমরাইদে আইডিয়াল ডায়াগনস্টিক এন্ড হাসপাতালে ম্যানেজিং ডিরেক্টর দেলোয়ারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ শিরোনামে সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি মিথ্যা, বানোয়াট উদ্দেশ্য প্রণোদিত এবং সম্পূর্ণ কাল্পনিক। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য এবং আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করার জন্য একটি কুচক্রি মহল সাংবাদিক ম্যানেজ করে সংবাদটি প্রকাশ করেছে। আমি এ সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। আমার হাসপাতালটি গাজীপুর জেলা সিভিল সার্জনের অনুমতিপত্র সাপেক্ষে সকল শর্ত পূরণ করে পরিচালিত হচ্ছে। এখানে জনসেবার পাশাপাশি সম্পূর্ণ নিয়মতান্ত্রিকভাবে মানুষকে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। আমার প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণœ করার জন্য প্রকাশিত সংবাদ ও প্রকাশকের প্রতি তীব্র প্রতিবাদ ও নিন্দা প্রকাশ করছি।