Connect with us

দেশজুড়ে

সরাইলে জনজীবন বিপন্ন হলো জলাবদ্ধতার কারণে

Published

on

তসলিম উদ্দিন, সরাইল, ব্রাক্ষণবাড়িয়া:

সরাইল উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। গত তিন দিনের টানা বৃষ্টিপাতে পানি, ময়লা-আবর্জনায় পয়ঃনিষ্কাশন ব্যবস্থার ব্যাপক অবনতি হওয়ায় জনজীবনে ভোগান্তির অন্ত নেই। উপজেলার ছোট ছোট খালগুলোও ভরাট হয়ে যাওয়ায় এ এলাকার বৃষ্টির পানি অপসারণের সকল পথ বন্ধ হয়ে গেছে। এক সময় এ এলাকার স্থানীয় লোকজন মেঘনা ও তিতাস নদীর সাথে এ সকল ছোট ছোট খাল দিয়েই যোগাযোগ রক্ষা করতো। কালের আবর্তে জোয়ার ভাটায় এসব খাল হারিয়েছে মেঘনা ও তিতাস নদীর সাথে তাদের মিলন, আর বিপন্ন হয়েছে এলাকার সৌন্দর্য। এলাকাবাসীরা আক্ষেপ করে বলেন, বিভিন্ন মহল যার যার মতো খাল ভরাট করে নিচ্ছে। এর আশু প্রতিকার না হলে অচিরেই অত্র এলাকা নর্দমায় পরিণত হবে। সরেজমিনে দেখা যায়, খালের উপর পিলার করে বাড়ি-ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হচ্ছে। বর্তমানে এসব খাল ভরাটের ফলে উপজেলার বিভিন্ন রাস্তায় জলাবদ্ধতা চরম আকারে দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছে বিভিন্ন পেশাজীবি মানুষ ও স্কুল পড়–য়া ছাত্র-ছাত্রীরা। স্থানীয় আওয়ামী লীগ নেতা মো. রফিক উদ্দিন ঠাকুর এ প্রতিবেদককে বলেন, অপরিকল্পিতভাবে খাল ভরাটের ফলে বৃষ্টির পানি সরতে পারছে না। তিনি আরো বলেন, এই সংকট নিরসনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *