Connecting You with the Truth

মেক্সিকোতে শিক্ষক-পুলিশ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৬

mexico police teacher clashআন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর দক্ষিণাঞ্চলের একটি শহরে বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা আরো বেড়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৬ জন হয়েছে। এ ঘটনায় পুলিশসহ ৫০ জন আহত হয়েছেন।
রবিবার দেশটির ওয়াহকা রাজ্যের আসুনকিওন নোচিক্সলান শহরে শিক্ষকেরা বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করছিলেন। পুলিশ শিক্ষকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। এ সময় বিক্ষোভরত শিক্ষকেরা বেশ কয়েকটি গাড়িতে আগুন লাগান। এক পর্যায়ে সরাসরি পুলিশের সঙ্গেও সংঘর্ষে জড়িয়ে পরে শিক্ষকেরা।
সরকারি শিক্ষাব্যবস্থার সংস্কার ও দুই শিক্ষকনেতাকে আটক করার প্রতিবাদে দ্য ন্যাশনাল এডুকেশন ওয়ার্কার্স কো–অরডিনেটর (সিএনটিই) এই বিক্ষোভের নেতৃত্ব দিচ্ছে। নিহতদের পরিচয় জানা যায়নি। স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছে।
জাতীয় নিরাপত্তা কমিশন এক বিবৃতিতে বলছে, সংঘর্ষে ২১ পুলিশ আহত হয়েছে। তাদের মধ্যে তিনজন গুলিতে আহত। এদিকে দেশটির নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষকদের বিরুদ্ধে বোন বন্দুক ব্যবহার করছে না পুলিশ। বিবিসি।

Comments
Loading...