Connecting You with the Truth

রংপুরে শ্রমিকের লাশ উদ্ধার

Lash Uddhar BDP

নিজস্ব প্রতিবেদক, রংপুর: রংপুর সদর উপজেলায় এক শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার সদ্যপুষ্করনি ইউপির ভুরারঘাট উরার পাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। স্থানীয়রা জানান, নিহত লুলু মিয়া (৩৫) ওই এলাকার মোস্তাফিজারের ছেলে। সে রোববার সকালে রাজমিস্ত্রী কাজের জন্য বাড়ি থেকে বেড়িয়ে পরে। কাজ শেষে ফিরে না আসায় তার পরিবারের লোকজন খোঁজ খবর করতে থাকে আত্মীয়দের বাড়িতে। সোমবার দুপুরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে কোতয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। কোতয়ালী থানার অফিসার ইনচার্জ লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

Comments
Loading...