রণবীরকে বিয়ে করতে ক্যাটরিনার শর্ত
বলিউড অভিনেতা রণবীর কাপুরের প্রেমিকা অভিনেত্রী ক্যাটরিনা ক্যাইফ। যা সবারই জানা। নতুন খবর হলো রণবীরকে বিয়ে করার বিষয়ে শর্ত জুড়ে দিয়েছেন বলিউড সুপারস্টার সালমান খানের সাবেক এই প্রেমিকা।
সম্প্রতি মুক্তি পেয়েছে ক্যাটরিনা কাইফ ও সাইফ আলী খান অভিনীত সিনেমা ফ্যান্টম। বর্তমানে সিনেমাটির প্রচারণায় ব্যস্ত ক্যাটরিনা। এরকম এক প্রচারণায় ফ্যান্টমের পাশাপাশি সাংবাদিকরা তার বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করেন। প্রশ্নটি ছিল এরকম- ‘সম্পর্ক তো বিন্দাস চলছে, তাহলে বিয়ে করছেন কবে?’
ক্যাটরিনার জবাব ছিল, ‘এখনই না। তবে এর জন্য আমার কাছে একটা ভালো উত্তর আছে। আমি তখনই বিয়ে করব যখন জাতীয় পুরস্কার পাব।’
এর সঙ্গে অবশ্য আরও একটি কথা জানিয়েছেন ক্যাটরিনা। বলেছেন, জাতীয় পুরস্কার তিনি না পেলেও চলবে। যদি তার অভিনীত কোনো সিনেমাও জাতীয় পুরস্কার পায় তাহলেও চটপট বিয়েটা সেরে ফেলবেন তিনি।
বাংলাদেশেরপত্র/এডি/আর