Connecting You with the Truth

রাণীশংকৈলে এসপির ওপেন হাউস ডে কর্মসূচি ভণ্ডুল

রাণীশংকৈল সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় চেকপোস্টে বৃহস্পতিবার বিকালে এক অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্যকে আমন্ত্রণ না করায় এসপি রহিম শাহ্ চৌধুরীর সভা প্রত্যাখ্যান করেছে এলাকাবাসি।
উপজেলার ধর্মগড় চেকপোস্টের ৮শ’ ফুট সীমানা প্রাচীর উদ্বোধন, বৃক্ষ রোপণ ও কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে ওপেন হাউস ডে আলোচনা সভার আয়োজন করা হয়। সভাস্থলে অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহিসহ স্থানীয় লোকজন উপস্থিত হলে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব দবিরুল ইসলামের নির্দেশে আ’লীগ নেতাকর্মীরা সভাস্থল ত্যাগ করেন।
এ প্রসঙ্গে ইউনিয়ন সভাপতি আবুল কাশেম ও যুবলীগের সভাপতি আইয়ুব আলী বলেন, এ রকম একটি উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের এমপিকে আমন্ত্রণ না করায় আমরা এমপির নির্দেশে সভাস্থল ত্যাগ করেছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ সুকুমার মোহন্ত বলেন, ভুল বোঝাবুঝির কারণে সভাটি হয় নি।
ঠাকুরগাঁও পুলিশ সুপার আব্দুর রহিম শাহ্ বলেন, আমার অন্য একটা অনুষ্ঠান থাকার কারণে আমি সেখানে যায় নি তবে সভা ভণ্ডুল হয়েছে কিনা সেটা আমার জানা নেই।
এ ব্যাপারে ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্যের মতামত জানতে চাওয়া হলে তাকে পাওয়া যায় নি।

Comments
Loading...