Connect with us

দেশজুড়ে

বড়াইগ্রামে অবৈধ স্থাপনা উচ্ছেদে জনপথ উন্মুক্ত

Published

on

বড়াইগ্রাম প্রতিনিধি, নাটোর:
বড়াইগ্রামে বনপাড়া পৌর শহরের নতুন বাজারে গত শুক্রবার ১০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বড়াইগ্রাম উপজেলা প্রশাসন ও বনপাড়া পৌরসভার যৌথ উদ্যোগে জনকল্যাণে এ অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। নতুন বাজারের গ্রামীণ টাওয়ার থেকে বনপাড়া বাইপাসের টি এ্যান্ড টি অফিস পর্যন্ত আনুমানিক ৬ শত মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রশস্থ জনগণের চলাচলের ডহরের উপর ভূমি দস্যুরা প্রায় ৩০ বছর যাবৎ মিল, কলকারখানা, ধান-চাতাল ও দোকানপাট স্থাপন করে জনদুর্ভোগ সৃষ্টি করেছিল। অবৈধ স্থাপনা উচ্ছেদ করায় জনপথ উন্মুক্ত হয়েছে। স্থাপনা উচ্ছেদের পর ডহরটিতে সড়ক নির্মাণ করা হলে বনপাড়া পৌর সভায় যানজট কমবে, স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রীরা যাতায়াতের নিরাপদ সড়ক পাবে।
উচ্ছেদকালে ঘটনাস্থলে বনপাড়া পৌর কাউন্সিলর শরিফুন্নেসা শিরিন, মুহিত কুমার সরকার, ময়েজ উদ্দিন, আব্দুস সোবাহানসহ কয়েক শত এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *