রাতের বেলা তরুণ-তরুণী রাস্তায় দেখলেই বিয়ে!
তরুণ-তরুণীদের মেলামেশাকে কখনোই স্বাভাবিকভাবে দেখে না ইন্দোনেশিয়া। সব সময়ই কোন না কোন কড়াকড়ি লেগেই থাকে দেশটিতে। তবে এবার রাজধানী জাকার্তা থেকে ৬০ কিলোমিটার দূরের শহর পুরওয়াকার্তা জেলায় এমনই কড়া নিয়ম করা হয়েছে যে, রাতের বেলা তরুণ-তরুণীরা একে অন্যের সাথে দেখা করলেই গ্রামবাসী জোরপূর্বক বিয়ে করিয়ে দেবে তাদের।
পুরওয়াকার্তা জেলার প্রধান ডেডি মূল্যাদী বলেছেন, সতের বছরের নিচের তরুণ-তরুণীদের রাত ৯টার পরে দেখা করার ক্ষেত্রে জরুরি অবস্থা জারি করা হয়েছে। গ্রামবাসী কোন তরুণ-তরুণীকে এইভাবে তিনদিন দেখতে পারলে জোর করেই তাদের বিয়ে করিয়ে দেবে।
কেউ নিয়ম ভাঙ্গছে কিনা তার ওপর নজরদারি রাখতে ক্লোজ সার্কিট ক্যামেরার পাশাপাশি টহলদারির জন্য বিশেষ লোকজন নিয়োগ দেয়া হবে। তার মতে, এই আইন কার্যকর হওয়ার পর থেকে কিশোরীদের ক্ষেত্রে বিয়েবহির্ভুত গর্ভধারণ কমে যাবে। তরুণ সমাজের নৈতিক অবক্ষয় রোধে বিশেষ ভূমিকা রাখবে এই আইন।
বাংলাদেশেরপত্র/এডি/আর