Connecting You with the Truth

রাবি অধ্যাপক শফিউল ইসলাম লিলন হত্যা: হিসাব কর্মকর্তা দুইদিনের রিমান্ডে

download (4) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম শফিউল ইসলাম লিলন হত্যা মামলায় গ্রেফতার বিশ্ববিদ্যালয়ের হিসাব কর্মকর্তা নাসরিন আখতার রেশমার দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার শুনানি শেষে ম্যাট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জয়ন্ত রানী দাস দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ৭ মার্চ রেশমাকে রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদন জানানো হয়। এ খবরের সত্যতা নিশ্চিত করে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান জানান, সোমবারই তাকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। অধ্যাপক শফিউল হত্যার পর থেকে কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইতোমধ্যে সাময়িকভাবে বরখাস্ত করেছে। রেশমা চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে র‌্যাবের কাছে স্বীকারোক্তি প্রদানকারী গ্রেফতারকৃত যুবদল নেতা আব্দুস সামাদ ওরফে পিন্টুর স্ত্রী। রেশমার সঙ্গে অধ্যাপক শফিউল ‘অসৌজন্যমূলক আচরণ’ করায় তাকে হত্যার পরিকল্পনা করা হয় বলে আসামিদের উদ্ধৃত দিয়ে র‌্যাব জানায়।
প্রসঙ্গত, গত বছর ১৫ নভেম্বর বিকালে নগরীর চৌদ্দপাই এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অধ্যাপক শফিউল খুন হন। এ ব্যাপারে রাবি রেজিস্ট্রারের হত্যা মামলায় র‌্যাবের হাতে ছয় যুবদল নেতা এবং পুলিশের হাতে রেশমাসহ জামায়াত-শিবিরের ১২ নেতাকর্মী কারাগারে রয়েছেন।
Comments
Loading...